নিজস্ব প্রতিবেদন: এটিএমে আসা সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে এটিএম কার্ড হাতিয়ে নেওয়া সঙ্গে পিন নাম্বার জেনে নিয়ে অর্থ আত্মসাৎ করার চক্রের সাথে যুক্ত ৪ জনকে গ্রেফতার করলো পুলিস কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ । তবে কেবল সাধারণ মানুষ নয়, লক্ষ্যে থাকেন বয়স্করা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, কিছুদিন আগে রায়গঞ্জে একই ধরনের ঘটনার পর গতকাল এনজেপি এলাকায় এটিএম থেকে কুড়ি হাজার টাকা তুলে চম্পট দেওয়ার সময় বাগডোগরা পুলিসের হাতে ধরা পরে ৪ জন। ধৃতদের মধ্যে ৩ জন হলেন গগন কুমার, সনু কুমার ও সুভাষ ঠাকুর এরা ৩ জনই দিল্লির বাসিন্দা এবং অন্য আরেক জন বিহারের দ্বারভাঙার বাসিন্দা, নাম তমন্না । 


পুলিস ধৃতদের কাছ থেকে একটি বিলাসবহুল গাড়ি , আত্মসাৎ করা প্রায় কুড়ি হাজার টাকা এবং টাকা তোলার মেশিন উদ্ধার করেছে। ধৃত চার জনকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। মঙ্গলবার এসিপি ডিডি রাজেন ছেত্রী সাংবাদিক বৈঠকে জানান, প্রথম কেস দায়ের হয় দিল্লিতে। এরপর শিলিগুড়ি থানার অন্তর্গত জলপাইমোড় এলাকায় একটি এটিএমে জালিয়াতি করে তারা। আরও বেশ কিছু কেস দায়ের রয়েছে তাদের নামে।


পুলিস সূত্রে খবর, এরপরই বিভিন্ন থানাকে জানিয়ে তল্লাশি শুরু করা হয়। মূলত বয়স্করা যারা এটিএমে গিয়ে খানিকটা চিন্তায় পড়েন তাদের কাছ থেকে পিন নম্বর দেখে নিয়ে তাদের এটিএম কার্ড দিয়ে টাকা তুলে নিতেন এই প্রতারকরা। তাদের কাছ থেকে ৯১ টি এটিএম কার্ড উদ্ধার হয়েছে। বাগডোগরায় তাদের আটক করে গ্রেফতার করা হয়।  ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে বলে জানান হয়েছে।


আরও পড়ুন, ATM Fraud: বয়স্করাই ছিল 'সফট' টার্গেট, শিলিগুড়ি ATM প্রতারণায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)