নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় সংগঠন বাড়ানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বলা যায় সর্বশক্তি দিয়েই সেখানে ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির। অসমেও শাখাপ্রশাখা বিস্তারের চেষ্টা চলেছে। কিন্তু তাতে উল্টো ফল হবে বলে মনে করনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Digha: সমুদ্র স্নান করতে গিয়ে ফের দুর্ঘটনা, ওড়িশায় ভেসে উঠল নদিয়ার যুবকের দেহ


রবিবার শিলিগুড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বশর্মা বলেন, ত্রিপুরার পাশাপাশি দিদি যদি অসমে আসতে চান তাহলে তাঁকে স্বাগত। অসমে এলে উনি কামাখ্যা দর্শন করবেন, মায়ের পুজো দেবেন তারপর বাংলায় ফিরে আসবেন। তাছাড়া অসমে কোনও কাজ নেই দিদির। উনি অসমে গেলে বিজেপির সুবিধেই হবে। কারণ তৃণমূল ও কংগ্রেসের ভোট কাটাকাটিতে লাভবান হবে বিজেপিই।


আরও পড়ুন-Covid Vaccine: ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদ করে সপরিবারে হুমকির মুখে সরকারি চিকিত্সক


কিছুদিন আগে শিলিগুড়িতে মৃত্যু হয় অসমের প্রাক্তন বিধায়ক অলোক ঘোষের। রবিবার তাঁর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন বিশ্বশর্মা। অলোকবাবুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিন তিনি বলেন, রাজনীতির স্বার্থে দিদি যদি অসমে আসতে চান তাহলে তাঁকে লাল কর্পেট বিছিয়ে স্বাগত জানাব। বলব, দিদি আসুন, বিজেপিকে সাহায্য করুন।


অসমের ডিটেনশন ক্য়াম্প নিয়ে বিশ্বশর্মা বলেন, বেশ কিছু হিন্দু পরিবার ডিটেনশন ক্যাম্পে রয়েছে তাদেরও সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)