নিজস্ব প্রতিবেদন: শীতলকুচি কাণ্ডে সোমবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিকের  ব্যালিস্টিক টিম। CID-র ফরেন্সিকের বিভাগের ব্যালিস্টিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করবে। তদন্তকারী সংস্থার অনুমান, সেদিন বুথ লক্ষ্য করেই গুলি চলেছিল। ব্ল্যাকবোর্ডে লেগেছিল সেই গুলি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, আজ দক্ষিণ ২৪ পরগণার ক্ষয়ক্ষতি পরিদর্শন কেন্দ্রীয় দলের, মঙ্গলে দীঘা যাত্রা


এরকমই নানা সন্দিহান বিষয়ের তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেচ্ছেন তারা। তিন সদস্যের একটি দল শীতলকুচির ওই ১২৬  নম্বর বুথে যাচ্ছেন। প্রসঙ্গত, এর আগে ১৭ মে  সিআইডি-র  বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থলে পরিদর্শন  করেছিল | 


উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচির ১২৬ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়।এই ঘটনায় জখম হন বেশ কয়েকজন। এই ঘটনার তদন্ত শুরু হওয়ার পর থেকেই দফায় দফায় শীতলকুচির প্রশাসনিক আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর অভিযুক্ত জওয়ানদের ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা।