নিজস্ব প্রতিবেদন:  নৌকায় রাখা দুটি বস্তা দেখেই সন্দেহ হয়েছিল কর্তব্যরত পুলিসকর্মীদের। কিন্তু বস্তার মধ্যে যে এসব জিনিস থাকবে, ওতটাও ভাবেননি তাঁরা। বস্তার মুখ খুলতেই শরীর দিয়ে বয়ে যায় হিমস্রোত। গুচ্ছ গুচ্ছ হাড়গোড়, মাথার খুলি তাতে। ভগীরথীর চর থেকে বস্তা ভর্তি হাড়গোড় উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মায়াপুরে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: যাঁরা শিক্ষকতা করতে চান, তাঁদের জন্য সুখবর! বড়সড় নিয়োগের পথে রাজ্য সরকার


মঙ্গলবার সন্ধেয় একটি নৌকোকে তাড়া করে চর থেকে চার বস্তাভর্তি হাড়গোড় উদ্ধার করে পুলিস। ঘটনাটি ঘটে প্রাচীন মায়াপুরের মন্দির লাগোয়া ভূমাসুখ ঘাট থেকে নিদয়াগ্রাম যাওয়ার মধ্যবর্তী ভাগীরথীর চরে।  নৌকা থেকে মিলেছে একটি গ্যাস আভেন এবং মাটি কাটার সরঞ্জাম। নৌকটি আটক করা হয়। গ্রেফতার করা হয়  তাপস পাল ও কার্তিক ঘোষ নামে দুজনকে। ধৃতদের বাড়ি বর্ধমানের পূর্বস্থলিতে। কীসের কঙ্কাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিসের প্রাথমিক অনুমান,  এগুলি মানুষেরই হাড়গোড়। তদন্ত শুরু হয়েছে। ধৃতদের দফায় দফায় জেরা করছে পুলিস।