নিজস্ব প্রতিবেদন: ভোটের উত্তাপ নয়, গরমের তাপে ক্লান্ত হয়ে দুপুরের ভাত ঘুমে ব্যস্ত বাহিনীর জওয়ানরা। ঘটনাটি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জামালপুরের। দুপুরের দিকে বুথে কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ানকে না দেখতে পেয়ে তখন খোঁজ খোঁজ রব। খানিক খোঁজাখুজির পর বাহিনীর জওয়ানদের দেখা মিললো পাশের স্কুল ঘরে। তবে জওয়ানরা তখন ঘুমিয়ে কাদা। অনেক ডাকাডাকির পর অবশেষে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠলেন জওয়ানরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও ভোট দিলেন নানুরের টুনি থেকে মুম্বই-এর মহিমরা


সোমবার চতুর্থ দফার ভোটের দিন বাহিনীর জওয়ানরা বুথের বাইরে ঘুমিয়ে পড়ার দৃশ্য় দেখে অবাক ভোটাররাও। তাঁরা বলছেন যাঁদের ওপর নিরাপত্তার দায়িত্ব রয়েছে সবচেয়ে বড়ো কথা যাঁদের ওপর ভরসা করে  বুথে আসৈ তারাই যদি ঘুমিয়ে পড়েন তাহলে তো অবাক হওয়ারই কথা!



এদিন জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের ৮০ নম্বর বুথে ভোট চলাকালীনই চোখে পড়ল এই দৃশ্য। যা দেখে স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।