নিজস্ব প্রতিবেদন : থানার লকআপের মধ্যে ঢুকে পড়েছে বিশালকার এক সাপ। তাই দেখেই ভয়ে থরহরিকম্প পুলিসকর্মীরা। এছবি জলপাইগুড়ির ধূপগুড়ি থানার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধূপগুড়ির থানার মহিলা লকআপের মধ্যে ঢুকে পড়েছিল বিশালাকার একটি সাপ। থানার এক ডিউটি অফিসারই প্রথম সেই সাপটিকে দেখতে পান। আর সাপ দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে থানার ভিতরে। কথায় আছে, পুলিস ছুঁলে নাকি আঠারো ঘা, কিন্তু সাপ দেখে রীতিমতো ভয়ে সিঁটিয়ে যান খোদ পুলিসকর্মীরাই।


আরও পড়ুন,সবার চোখের সামনেই ঘটছিল এঘটনা, 'বৃহন্নলা' কেলেঙ্কারি ওদলাবাড়িতে!


এরপরই খবর দেওয়া হয় স্থানীয় সর্প বিশারদ মিন্টু চৌধুরীকে। খবর পেয়ে তাঁর প্রশিক্ষিত ছেলেদের থানায় পাঠান মিন্টুবাবু। তাঁরাই সাপটিকে ধরে বস্তাবন্দি করেন। সাপ ধরা পড়ার পর বুকে বল ফিরে আসে সবার। অনেক 'সাহসী'কেই তখন আবার সাপের ছবি মোবাইলবন্দি করতে দেখা যায়। আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, প্রায় সাড়ে ৮ ফিট লম্বা সাপটি দাঁড়াস প্রজাতির ছিল। দেখুন, সেই ছবি-