নিজস্ব প্রতিবেদন:  পুরনো শত্রুতা ও তার প্রতিশোধ নিতেই বসিরহাটের গ্যাস ডিস্ট্রিবিউটারের কর্মীর থেকে বিরাট অঙ্কের টাকা ছিনতাই। ধৃত শুভঙ্কর দাসকে জেরা করে এমনটাই জানতে পেরেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ব্যান্ডেলে অধ্যাপিকাকে ঠান্ডা মাথায় খুন করেছিল পরিচারিকা, জানাল পুলিস


পুলিসের দাবি, ছিনতাই কাণ্ডের মাস্টার মাইন্ড শুভঙ্কর জানিয়েছে, তাঁর বাবা কাজ করতেন ভস্কর চক্রবর্তীর গ্যাসের দোকানে। শুভঙ্করও যেত সহায়তা করতে। সেখানে  অপমানিত হয়েই ছিনতাইয়ের ছক কষে সে।  শুভঙ্কর ছাড়াও তিন জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতরা হল লোকেশ শর্মা, মৃণাল ঘোষ এবং মহম্মদ সাহেব।


ধৃতদের থেকে উদ্ধার হয়েছে লুঠ হওয়া এগারো লক্ষ টাকার মধ্যে আড়াই লক্ষ টাকা। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্রও। এ ঘটনায় যুক্ত বাকি দুজন এখন পলাতক। তাঁদের খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস। লুঠের নেপথ্যে আর কোনও মোটিভ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিস।


আরও পড়ুন: লাল-গেরুয়াকে একসঙ্গে দুষে জন্মদিনে টুইট বার্তা ঋতবত'র