বাইকের কিস্তির টাকা না পেয়ে ছেলের মারে মৃত্যু মায়ের
জানা গিয়েছে, কয়েক মাস আগেই নতুন বাইক কেনে রাকেশ। সেই সময়ও টাকার জন্য বাবা-মায়ের ওপর চাপ তৈরি করে রাকেশ।
নিজস্ব প্রতিবেদন: বাইকের ইএমআই-এর টাকা না পেয়ে মাকে মারধর ছেলের। বেধড়ক মারে মৃত্যু হল মায়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার খলিশানী রথতলা এলাকায়। মৃতের নাম মালতি মণ্ডল। অভিযুক্ত ছেলে রাকেশ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিস।
জানা গিয়েছে, কয়েক মাস আগেই নতুন বাইক কেনে রাকেশ। সেই সময়ও টাকার জন্য বাবা-মায়ের ওপর চাপ তৈরি করে রাকেশ। এরপর প্রত্যেক মাসে কিস্তির টাকা চেয়ে বাবা-মায়ের ওপর অত্যাচার করত রাকেশ। এই মাসের কিস্তির টাকা নিয়ে বুধবার রাতে মায়ের সঙ্গে ফের বচসা হয় তার। মাকে বেধড়ক মারধর শুরু করে সে। মালতির আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন আত্মীয় ও প্রতিবেশীরাও। কিন্তু রাকেশকে ঠেকানো যায়নি। মালতিকে বাঁচাতে গিয়ে রাকেশের হাতে আক্রান্ত হন রাকেশের এক আত্মীয়ও। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ।
'অর্জুনদার বারণ শুনিনি', কাঁচড়াপাড়ার 'সার্কাস' নিয়ে বাবার মতো ভুলস্বীকার শুভ্রাংশুরও
ছেলের মারে ঘরের মধ্যেই অচৈতন্য হয়ে পড়ে মালতি মণ্ডল। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে স্থানীয়রাই রাকেশকে ধরে রাজাপুর থানার পুলিসের হাতে তুলে দেন।