ওয়েব ডেস্ক : রবিনসন স্ট্রিটের কঙ্কাল কাণ্ডের ছায়া এবার দুর্গাপুরে। মৃত মায়ের সঙ্গে ৩ দিন কাটালেন মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে। দুর্গাপুরের বিধাননগর এলাকার রবীন্দ্রপল্লির ঘটনা। ভাড়া বাড়িতে মা সানন্দা নন্দীর সঙ্গে থাকতেন ছেলে ইন্দ্রদীপ নন্দী। গত ৩ দিন ধরে ঘর থেকে পচা গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। শুক্রবার সন্ধেয় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন তাঁরা। গন্ধের উত্‍স খুঁজতে গিয়ে আবিষ্কার হয় সানন্দা দেবীর দেহ। প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন বিছানায় পড়ে রয়েছে দেহ। সারা শরীরে পচন ধরে গিয়েছে। অথচ, সেই পুতিগন্ধময় পরিবেশে দিব্যি রয়ে গিয়েছেন তাঁর ছোট ছেলে ইন্দ্রদীপ। ইন্দ্রদীপের বয়ান অনুযায়ী, ৩ দিন আগে সানন্দা নন্দীর মৃত্যু হয়। NTS থানার পুলিস দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সম্পত্তির ভাগ না পেয়ে মাকে মারধর করে ঘরছাড়া করল দুই মেয়ে-জামাই


মৃতের সঙ্গে বসবাস? নাকি মৃত্যুর ঘটনা চেপে যাওয়ার পিছনে রয়েছে আরও বড় কোনও কারণ? দুর্গাপুরে সানন্দা নন্দীর মৃত্যুর ঘটনায় এমন প্রশ্নও উঠে আসছে। সানন্দা নন্দীর ছোট ছেলে ইন্দ্রদীপ মানসিক ভারসাম্যহীন। বড় ছেলে ইন্দ্রনীল কাছেই অন্য একটি বাড়িতে থাকেন। ইন্দ্রনীলের দাবি, মায়ের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল গত রবিবার। তখনও পর্যন্ত সানন্দা নন্দী সুস্থ ছিলেন বলেই জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন, মায়ের মৃত্যুর পর ৩ দিন কেটে গেলেও কেন জানতে পারলেন না ইন্দ্রনীল? ছোট ভাই ইন্দ্রদীপ কি তাঁকে কিছুই জানাননি? নাকি এসবের পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? উত্তর খুঁজছে পুলিস।