নিজস্ব প্রতিবেদন : বৌবাজারের পর ফাটল এবার সোনারপুরেও (Sonarpur)। বহুতল নির্মাণের জেরে ২৪ নম্বর ওয়ার্ডের বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকারী সংস্থা তাদের মেশিন চালু করলেই ঠকঠকিয়ে কাঁপছে গোটা বাড়ি।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজপুর সোনারপুর পুরসভার (Rajpur Sonarpur Municipality) ২৪ নম্বর ওয়ার্ডের চৌহাটিতে তৈরি হচ্ছে বহুতল। আর মেশিন যত মাটিতে বসছে, তত ফাটল চওড়া হচ্ছে আশপাশের বাড়িগুলোতে। এলাকার একমাত্র স্কুল তো বটেই, পরপর বাড়িতে ধরেছে ফাটল। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকারী সংস্থা তাদের মেশিন চালু করলেই বাড়ি কাঁপতে শুরু করছে। খাটে শুয়ে থাকলে কাঁপুনির জেরে শারীরিক সমস্যা ভোগ করতে হয়। এই ব্যাপারে অনেকেই নির্মিয়মান বহুতলে কর্মরতদের কাছে নিজেদের অভিযোগ জানিয়েছেন বলে দাবি।


এই বিষয়ে সিপিএম নেতা ও সোনারপুরের বাসিন্দা সুজন চক্রবর্তী বলেন, বেসরকারি সংস্থাগুলো এই এলাকায় হাঙরের মত ঝাঁপিয়ে পড়েছে। এতগুলো বাড়িতে ফাটল, অথচ কারও হেলদোল নেই। অভিযোগ তাঁর। যদিও পুরপ্রধান বলেন, পুরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করবেন। যা ব্যবস্থা নেওয়ার, নেওয়া হবে। এই ঘটনার সমালোচনা করেছেন বিজেপি নেতা সুনীপ দাসও।


আরও পড়ুন, Civic Volunteer:'রাজ্যজুড়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বন্ধ রাখা উচিত', হাইকোর্টে মতপোষণ এজি-র


Anis Khan Murder Case: আনিসকাণ্ডে নয়া মোড়, হাইকোর্টে পুলিসের গাফিলতি স্বীকার রাজ্যের


Siliguri Municipality: দালালদের ঠেকাতে অনলাইনেই ভরসা, 'পেপারলেস' হতে চলেছে শিলিগুড়ি পুরসভার কাজকর্ম


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)