নিজস্ব প্রতিবেদন: নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেনি শুভেন্দু। এ নিয়ে জল্পনা চলছেই। এরই মাঝে বিরোধী শিবিরকে নিয়ে কটাক্ষের সুর সৌগতর গলায়। বরানগরে তৃণমূলের এক জনসভায় যোগ দিতে এসে তৃণমূলের দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বিজেপির বেশকিছু নেতৃত্বের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন,  "তৃণমূলের জাহাজ থেকে একটা দুটো ইঁদুর পালিয়ে গিয়ে যদি বিজেপি নামক সাগরে ডুব দেয় তাহলে সে তৎক্ষণাৎ সেই সাগরে ডুবে মারা যাবে।" 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  জি ২৪ ঘণ্টার খবরের জের, মাঝেরহাট ব্রিজ দিয়ে শুরু বাস চলাচলা


এরপর শুভেন্দু প্রসঙ্গে সৌগতর মন্তব্য, আমাদের দলের অনেক ভালো নেতা ছিল, সে যতক্ষণ আমাদের পার্টিতে থাকবে, তার কোনও সমস্যা হলে আমি হাজারবার তার বাড়িতে গিয়ে বোঝাব বাবা সোনা করে যে তৃণমূলে থাক যাস না। কিন্তু যেই সময় শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবে আমি আর কোনওদিন শুভেন্দুর মুখদর্শন করব না।  এ ছাড়াও এ দিন তিনি রাজ্যপালকে "ভূত" বলে সম্বোধন করেন এবং তার জাতপাত নিয়েও প্রশ্ন তোলেন।