জি ২৪ ঘণ্টার খবরের জের, মাঝেরহাট ব্রিজ দিয়ে শুরু বাস চলাচল
Dec 04, 2020, 11:04 AM IST
1/5
রণয় তিওয়ারি: নিজস্ব প্রতিবেদন জি চব্বিশ ঘণ্টার খবরের জের। দীর্ঘ টালবাহানার পর মাঝেরহাট ব্রিজ দিয়ে শুরু হল বাস চলাচল। সকাল ৬টা।
2/5
আমাদের প্রতিনিধি প্রথম জানান, সেতুতে বাস উঠতে দিচ্ছে না কর্তব্যরত ট্রাফিক আধিকারিকরা। সকাল ছটা থেকে শুধুই ছোট গাড়ি যেতে দেওয়া হচ্ছিল।
photos
TRENDING NOW
3/5
তাহলে কি আবারও সেই বেসব্রিজ বা রামনগর ফ্লাইওভার ধরে ঘুরপথেই যন্ত্রণার যাতায়াত? সকাল থেকেই বাড়তে থাকে যাত্রীদের ক্ষোভ। সেই খবর প্রথম তুলে ধরে জি ২৪ ঘণ্টা।
4/5
এই বিভ্রান্তি ও ভোগান্তির মধ্যেই ঠিক সকাল ৮.১০ জি ২৪ ঘণ্টার লাইভ চলাকালীন ব্রিজে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেকটর ও সার্জেন্টদের কাছে কড়া নির্দেশ এসে পৌঁছয়।
5/5
সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদল। বিভ্রান্তির অবসান। সেতু দিয়ে চলতে শুরু করে একের পর এক বাস। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বরের চেনা ছন্দে ফেরে মাঝেরহাট ব্রিজ জয়হিন্দ সেতু।