নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিবিজড়িত তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতির পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। ২০১২ সাল থেকে শুভেন্দু অধিকারী এই সংস্থার সভাপতি পদে ছিলেন। এবার সেই পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে সেখানে রাজ্যের সেচমন্ত্রী ও জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্রকে বসানো হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সদ্য ওই সংস্থার সভাপতি পদের মেয়াদ শেষ হয়েছে শুভেন্দুর। সাতদিনের মধ্যেই নতুন কমিটি গঠন করা হবে বলেও জানা গিয়েছে।


আরও পড়ুন:  ভারী বৃষ্টিপাত, বিরাট ধস শিলিগুড়ি-গ্যাংটকের রাস্তায়


বস্তুত, তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির জন্ম হয়েছিল গান্ধী আদর্শের (Mahatma Gandhi) অনুপ্রেরণায়। সুশীল ধাড়া, সতীশ সামন্ত, অজয় মুখোপাধ্য়ায়রা গান্ধীবাদকে সামনে রেখে এই সমিতি তৈরি করেছিলেন। তমলুকে অবস্থিত গোটা জেলার স্বাধীনতা সংগ্রামীরা এই সংস্থার সঙ্গে জড়িত। তাঁদের সমস্ত রকম সুযোগ-সুবিধাও এই সংস্থার তরফেই দেখা হয়। এই সংস্থা কোনও রাজনৈতিক দলের নয়। তথাপি সরানো হল শুভেন্দু অধিকারীকে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: 'বাবাকে বলো' রুখতে কী ব্যবস্থা? পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ দিব্যেন্দুর