প্রসেনজিত্‍ সর্দার: শ্যালকের পুরুষাঙ্গে কামড় দিয়ে মাংসপিন্ড ছিঁড়ে নিলে খোদ জামাই বাবু। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঘুঁটিয়ারী শরীফ পুলিস থানার মাকালতলা গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শ্যালক রবীন মন্ডল। ঘটনার বিষয়ে পুলিশস অভিযোগ জানিয়েছেন আক্রান্ত যুবক। তদন্ত শুরু করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bengal Weather: গায়েব শীত! নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাংলায়, জাঁকিয়ে ঠান্ডা শুরুর আগেই কি শেষ?


স্থানীয় সূত্রের খবর, ঘুঁটিয়ারী শরীফের মাকালতলার বাসিন্দা রবীন মন্ডল। সেখানে বসবাস করেন রবীনের জামাই বাবু মুন্না সাউও। অভিযোগ মুন্না কোনও কাজকর্ম করে না। এছাড়াও বাড়িতে প্রতিনিয়ত ঝামেলা চালায় বলে অভিযোগ। এদিন সেই নিয়েই প্রতিবাদ করেন রবীন। অভিযোগ প্রতিবাদে সরব হতেই আচমকা শ্যালকের উপর ঝাঁপিয়ে পড়ে জামাইবাবু। তাকে মারধর করে, অন্ডকোষে কামড় দিয়ে মাংসপিন্ড ছিঁড়ে নেয়।


রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকে আক্রান্ত যুবক। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আক্রান্ত ওই যুবক। আক্রান্ত যুবক বলে, 'এর আগেও একবার প্রতিবাদ করেছিলাম। সেই সময় কানে কামড়ে দিয়েছিল। এবার অন্ডকোষে কামড়ে দেয়। ওর কঠোর শাস্তির আবেদন করে পুলিসে অভিযোগ জানিয়েছি।'



আরও পড়ুন, Sundarbans: মাছ ধরতে গিয়ে ঘাড়ে পড়ল থাবা, কালীপদর বিক্রমে রণেভঙ্গ দক্ষিণরায়ের


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)