নিজস্ব প্রতিবেদন: অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই পেতে পারে শহরবাসীর। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে। উপকূলের ২ জেলা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব-মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলিতেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। পশ্চিম, মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন: জীবনতলায় বাড়ির সামনেই তৃণমূল নেতাকে গুলি, পায়ে হেঁটে চম্পট দিল দুষ্কৃতীরা


কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ ৭০ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ৪.৬ মিলিমিটার।