নৌকাই এখন অ্যাম্বুলেন্স, হাসপাতালে সন্তান কোলে জলবন্দি মায়েরা
ওয়েব ডেস্ক : হাসপাতালে পৌঁছতেও ভরসা নৌকা। শোচনীয় অবস্থায় দিন কাটছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারির। রশিদপুর গ্রামীণ হাসপাতালে সন্তান কোলে জলবন্দি মায়েরা।
নৌকাই এখন অ্যাম্বুল্যান্স! ডাঙার চিহ্ণ নেই। তাই জলযানই ভরসা। হাসপাতালের একতলার গোটাটাই জলের তলায়। আর সেই জলে পা রাখতেও ভয়! জলে ডোবা হাসপাতালে কার্যত শিকেয় উঠেছে চিকিত্সা। তার মধ্যেই যতটা পারা যায় চেষ্টা করছেন ডাক্তার-নার্স-স্বাস্থ্য কর্মীরা।
এমার্জেন্সি, OT রুম, SNCU - সবই জলে ডুবে। একতলা থেকে প্রসূতিদের সরানো হয়েছে দোতলায়। মেঝেতেই সদ্যোজাতরা! দিন কাটছে এ ভাবেই। গাদাগাদি করে মেঝেতে পড়ে রয়েছেন মায়েরা। হাসপাতালে মিলছে না সঠিক পরিষেবা। ছুটি পেলেও আবার আরেক চিন্তা। ঘর-বাড়ি সবই তো জলের গ্রাসে। সদ্যোজাত সন্তানকে বুকে আগলে রাখতে রাখতে অসহায় মায়ের চোখ ভিজে আসছে জলে। জো নেই কোথাও যাওয়ার।