শ্রীকান্ত ঠাকুর: ফেসবুকে ভাইরাল হওয়া তৃণমূল নেতার ভয়েস রেকর্ডকে ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। গত মঙ্গলবার দুপুর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার বাসুরিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাহেব সরকারকে অন্য একজনের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে যেখানে একটি জমির রেকর্ড পরিবর্তন করা নিয়ে দুজনের মধ্যে আলোচনা চলছে বলে শোনা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেকর্ডে থাকা একজনের নাম কেটে দিয়ে অন্যজনের নাম সেখানে বসানো হবে এই আলোচনা চলছে ওই ভাইরাল হওয়া ভিডিওতে এবং সরকারি ভূমি রাজস্ব বিভাগের অফিসে প্রভাব খাটিয়ে নাম পরিবর্তন করা হলে সে ক্ষেত্রে স্থানীয় নেতৃত্ব কোনরকম মাথা গলাবে না এই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। যার বিনিময়ে টাকা পয়সা লেনদেনের কথাও শোনা যাচ্ছে আর এই ভিডিও সামনে আসতেই জেলার রাজনীতিতে দড়ি টানাটানি শুরু হয়েছে। বিজেপির বিভিন্ন পেজ থেকে এই অডিওকে পোস্ট করে যেমন দাবি করা হয়েছে কাটমানি কালচার আজও চলছে। এমনকি বিজেপির জেলা সভাপতি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সরাসরি যোগ রয়েছে বলে দাবি করেছেন।


 অন্যদিকে তৃণমূল নেতা সুভাষ চাকীর বক্তব্য দলের কাছে এই সংক্রান্ত একটি অভিযোগ এসে পৌছেছে। অভিযুক্তর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা দেখবে দল ও দলের নেতৃত্ব। তবে এটাও দেখার যে বক্তব্য ভাইরাল হয়েছে সেটা আদৌ কোন তৃণমূল নেতার কি না? সেটা আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। কারণ এখনকার দিনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে কারও গলায় যে কোন কথা বসানো যেতে পারে সেই কারণেই দলের কাছে যে অভিযোগ এসেছে তা যেমন খতিয়ে দেখা হবে তেমনই যে ভিডিও ভাইরাল হয়েছে সেটাও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন সুভাষ চাকী।


আরও পড়ুন, Kolkata: খাস কলকাতায় ৫ তলা 'বাড়ি' ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)