Sovandeb Chattopadhyay: `কিছু পূজারি খারাপ হয়েছে মানে মন্দিরটা খারাপ হয়ে যায়নি`
Sovandeb Chattopadhyay on Corruption: নিয়োগ দুর্নীতি ও গোরু পাচারকাণ্ডে বিপাকে রাজ্য়ের শাসকদল। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো তৃণমূল নেতারা এখন জেলে। রেহাই পাননি কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্য়োপাধ্যায়রাও।
বরুণ সেনগুপ্ত: 'কিছু পূজারি খারাপ হয়েছে মানে মন্দিরটা খারাপ হয়ে যায়নি'। ফের বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়। সঙ্গে বিরোধীদের কটাক্ষ, 'দেখে মনে হয় পাক্কা বৈষ্ণব। কোনওদিন একটা পিঁপড়েও মারেনি! এই ভন্ডদের থেকে সাবধান থাকবেন'।
নিয়োগ দুর্নীতি ও গোরু পাচারকাণ্ডে বিপাকে রাজ্যের শাসকদল। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো তৃণমূল নেতারা এখন জেলে। রেহাই পাননি কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রাও। শুধু তাই নয়, এসএসসি গ্রুপ সি-তে চাকরিহারাদের তালিকা নাম রয়েছে খোদ শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতার। হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকে যুব তৃণমূলের সভাপতি সামসুর রহমান। তিনি আবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের ঘনিষ্ঠ বলেই পরিচিত।
আরও পড়ুন: শক্তিগড়ে শুটআউট কীভাবে? রাজু খুনে পুলিসের কাছে চাঞ্চল্যকর বয়ান লতিফের গাড়িচালকের!
এদিন নিজের বিধানসভাকেন্দ্রে খড়দহের ঘোলা মহিষপোতা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে মন্দিরের পূজারি করেছিলেন। সব পূজারি ভালো হয়নি। কিছু পূজারি খারাপ হয়েছে মানে মন্দিরটা খারাপ হয়ে যায়নি'।
কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'একজন শ্রমিক সংগঠনের নেতা। যেখানে শ্রম প্রতারিত, মেধা প্রতারিত, সেই সরকারের শরিক হয়ে সেটাকে আড়াল করছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক'। সঙ্গে পরামর্শ, 'মানুষের মনে তৃণমূল সম্পর্কে ধারণা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এখন হাজার সাবান দিয়ে ধুলেও কালো দাগ তুলতে পারবেন না। তৃণমূলের বিদায়বেলা ওনার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব, এই ধরণে মন্তব্য যত কম করেন, ততই ভালো'।
আরও পড়ুন: Suvendu Adhikari: মিলল অনুমতি, হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর!
এর আগেও, খড়দহে এক দলীয় অনুষ্ঠানে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, 'কিছু লোক নিশ্চয় দুর্নীতিপরায়ণ। তার জন্য গোটা দল নষ্ট হয়ে যায় না। একটা মন্দিরে পুরোহিত চোর কিন্তু তা বলে কি দেবতা চোর হয়ে য়ায়? তৃণমূল কংগ্রেসের নামে মন্দিরে একজনই দেবতা। তাঁকে দেখেই মানুষ দলটা করে। আমি চোর হতে পারি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবেন'?