নিজস্ব প্রতিবেদন:  প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের আগে উত্তরবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ি যাচ্ছেন স্পেশাল পুলিস অবজারভার বিবেক দুবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন তিনি। এদিন বিকালেই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তিনি। তারপর প্রথম ও দ্বিতীয় দফায় যেসব জেলায় নির্বাচন রয়েছে, সেখানকার জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে কথা বলবেন তিনি। 


বিজেপি-র বুথ সভাপতিকে তুলে নিয়ে গিয়ে রাতভর অত্যাচার


মঙ্গলবার নিজেই যাবেন শিলিগুড়িতে। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। রবিবারই কলকাতায় আসেন স্পেশাল পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। 


মৃত্যুর ভান করে খুনের হাত থেকে বাঁচলেন গৃহবধূ


 প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পুলিস পর্যবেক্ষক হিসেবে প্রথম বিএসএফ-এর প্রাক্তন ডিজি কে কে শর্মাকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ছবি দেখিয়ে আরএসএস ঘনিষ্ঠতার অভিযোগে সরব হতেই পরদিন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় কে কে শর্মাকে। দায়িত্বে আনা হয় বিবেক দুবেকে।