নিজস্ব প্রতিবেদন:  বিশেষ টিম গঠন করে ঘোলার বোর্ডঘরের  প্লাস্টিক  কারখানার ভেতরে তল্লাশি অভিযান চালানো হবে।  নিখোঁজ শ্রমিকদের সন্ধানে চলবে তল্লাশি অভিযান। মঙ্গলবার সকালে প্লাস্টিক কারখানা পরিদর্শন করার পর  জানালেন অমিত মিত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কান্নায় ভেঙে পড়েছে ঘোলা। এখনও পাঁচ জন শ্রমিক নিখোঁজ। নিখোঁজদের পরিবারবর্গের অভিযোগ প্রশাসন, কারখানা কর্তৃপক্ষ যথাযথ সহযোগিতা করছেনা।  ফ্যাক্টরি গেটের সামনে ধরনায় বসেছে  নিখোঁজ কর্মীদের পরিবার।   ৪ বছর আগেও আগুন লাগে।  তবুও  টনক নড়েনি কর্তৃপক্ষের।  প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের।


আরও পড়ুন: ঘোলায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন


সকালবেলা ঘোলার ভস্মীভূত  চেয়ার কারখানা পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অমিত মিত্র। অমিত মিত্রের সামনে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিক পরিবারের সদস্যরা।   রাতভোর কারখানার সামনে অধীর প্রতীক্ষায় নিখোঁজ শ্রমিকদের আত্মীয়স্বজন।   একটাই প্রশ্ন তাঁদের, বেঁচে আছে তো ?


ধুধু  আগুনে জ্বলেছে কারখানা।   যাঁরা কারখানার ভিতরে কাজ করছিলেন তাদের অনেকেরই খোঁজ নেই।  স্পিকটি নট প্রশাসন।  কারখানার ভেতরে যা কিছু ছিল সব পুড়ে ছাই।  জীবনের চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। সকালেও কারখানার এখান সেখানে ধোঁয়া বেরোচ্ছে।  আগুনে পোড়া চেয়ার কারখানার ধংসস্তূপের বাইরে দাড়িয়ে অপেক্ষায় শ্রমিকদের পরিবারবর্গ।