সাত বছরের শিশুকে বটি দিয়ে গলার নলি কেটে খুন
দুর্গাপুরের অন্ডালে পৈশাচিক শিশুহত্যা। কাজোড়ার কেসি পাল পাড়ায় বছর সাতেকের শিশুকে বটি দিয়ে গলার নলি কেটে খুন করল এক মদ্যপ ব্যক্তি। জানা গেছে প্রভাত গুরু নামে বছর সাতেকের ওই শিশুকে হঠাত্ই আক্রমণ করেন বিনোদ বাউড়ি নামে অভিযুক্ত যুবক। গলার নলি কেটে দেওয়ায় ঘটনাস্তলেই মৃত্যু হয় ছোট্ট প্রভাতের। ঠাকুমা বাসন্তি গুরু বাঁচাতে গেলে তাকেও বটির দিয়ে কোপানো হয়। ঘটনার পরেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ঠাকুমাকে। হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলে গণপিটুনি দেয় স্থানীয়রা। পর তারাই তাকে পুলিসের হাতে তুলে দেয়। কেন খুন? খতিয়ে দেখছে পুলিস।