প্রসেনজিত্ মালাকার: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরই উঠে এসেছে বীরভূমে তার একাধিক সম্পত্তি থাকার খবর। অভিযোগ, শান্তিনিকেতনে রায়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের ৭টি বাড়ি, একটি ফ্ল্যাট ও খোয়াইয়ের কাছে বেশ কয়েক বিঘে জমি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই বিপুল সম্পত্তি দেখাশোনা করতো কে? প্রাথমিকভাবে উঠে এসেছিল এক বিশ্ববিদ্যালয় শিক্ষিকার নাম। তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। এবার যে নামটি উঠে আসছে সেটি হল রাজীব দে। তিনিই ওইসব সম্পত্তি দেখাশোনা করতেন বলে দাবি এলাকাবাসীর। সবকিছু কিনেছিলেন এই রাজীবই।


শান্তিনিকেতনজুড়ে এখন একটাই কথা রাজীব দে। এলাকাবাসীর দাবি, নিজেকে পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নে বলে নিজেকে পরিচয় দিতেন রাজীব দে। গোয়ালপাড়া এলাকায় পার্থ চট্টোপাধ্যায়ের তিতলি নামে একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির সামনে লেখা রয়েছে রাজীব দের নাম।


স্থানীয়দের বক্তব্য, একসময় প্রায়ই আসতেন পার্থর চট্টোপাধ্যায়ের ভাগ্নে বলে পরিচয় দেওয়া রাজীব। গত ২ মাস তিনি আর আসছেন না। অনেকের দাবি, এই রাজীব দে-কে ধরলেই সব রহস্যের সমাধান হবে।


আরও পড়ুন-শহরে আসর জমাচ্ছে বর্ষা? ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)