পাহাড়ে খুলল ব্যাঙ্ক, ইন্টারনেট কানেকশন না থাকায় কাজ হল না কিছুই
ওয়েব ডেস্ক - দীর্ঘ প্রায় ৯০ দিন পর দার্জিলিংয়ে খুলল ব্যাঙ্ক। শনিবার আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে পাহাড়ে খোলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখা। তবে ইন্টারনেট কানেকশন না থাকায় কাজকর্ম কিছু হয়নি।
প্রায় তিন মাস ধরে মোর্চার আন্দোলনে স্তব্ধ পাহাড়। বন্ধ যাবতীয় সরকারি অফিস। এই পরিস্থিতিতে টানা ব্যাঙ্ক বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই যন্ত্রণা লাঘব করতে শনিবার পুলিশি প্রহরায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখা খোলা হয়। তবে পাহাড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কাজকর্ম কিছু হয়নি। কর্মীদের হাজিরাও ছিল হাতে গোনা।
আরও পড়ুন - রেফারের গেরোয় রোগীমৃত্যু, ভাঙচুর এমআর বাঙুর হাসপাতালে
ওদিকে শনিবার পাহাড়ে আরও ৩ মোর্চা সমর্থককে গ্রেফতার করা হয়েছে। কার্শিয়ং থেকে গ্রেফতার হয়েছেন এই তিন জন। এর মধ্যে ২ জন যুব মোর্চা ও ১ জন গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী বলে জানা গিয়েছে। কার্শিয়ংয়ে সাম্প্রতিক অশান্তিতে এরা যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের। ধৃতদের মধ্যে গুরুং ঘনিষ্ঠ ইন্দুমতী রাই নামে এক মোর্চা নেতা রয়েছেন।