নিজস্ব প্রতিবেদন: ব্রিজের পর এবার রাজ্যের সব জলাধারের স্বাস্থ্য পরীক্ষা করবে রাজ্য সরকার। সূত্রের খবর, ব্রিজের পর এবার রাজ্যের সব জলাধারের স্বাস্থ্য পরীক্ষা করবে রাজ্য সরকার। ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ৭০০ কিউবিক মিটার জলধারণ ক্ষমতাসম্পন্ন এই জলাধারটি ৩ বছর আগে নির্মাণ করা হলেও গত ২২ জানুয়ারি আচমকাই তা ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আর সেই স্মৃতির জেরেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সম্পত্তি হাতাতে লোহার রড দিয়ে দাদুর মাথা ফাটিয়ে ঝুলিয়ে দিল নাতি, শিয়রে আরও ২ খুনের অভিযোগ


পাশাপাশি, সমীক্ষা বলছে ৭ জেলায় ৮৩টি ব্লক আর্সেনিক আক্রান্ত। ৯৪ শতাংশ এলাকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সোমেন মহাপাত্র বলেন '২০২২-এর মধ্যে আর্সেনিক মুক্ত জল দেব।' এরপর ফের কেন্দ্রের ওপরেই দায় বর্তে তিনি বলেন, ৭৫-২৫ শতাংশ হারে টাকা দেওয়ার কথা থাকলেও ৫০-৫০ হারে টাকা দিচ্ছে কেন্দ্র। তিনি জানিয়েছেন, জাইকার থেকে ঋণ নিয়ে কাজ করা হচ্ছে, ২০২৪ এর মধ্যে শহরের জলের লাইনের মতোই সমস্ত বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে।