মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল
ওয়েব ডেস্ক : অবশেষে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এল স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্য দফতরের প্রধান সচিব তমাল কান্তি ঘোষ। তাঁরা কথা বলেন প্রিন্সিপ্যালের সঙ্গে। নার্সের মৃত্যু ঘিরে গত কয়েকদনি ধরে সরগরম মেদিনীপুর মেডিক্যাল কলেজ। চিকিত্সায় গাফিলতির অভিযোগে সুপার ও প্রিন্সিপ্যালকে ঘিরে বিক্ষোভ দেখান সহকর্মীরা। অভিযুক্ত ২ ডাক্তারকে সাসপেন্ড করার দাবি জানান আন্দোলকারীরা। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে যাবে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। তারাই তদন্ত করে দেখছেন গোটা বিষয়টি।
আরও পড়ুন- মেদিনীপুর মেডিক্যাল কলেজের নার্সদের আন্দোলন অব্যাহত