সঞ্জয় রাজবংশী: হাতে আর কিছুদিন। তার পরেই পুজোর ঢাকে পড়বে কাঠি। পুজোর প্রস্তুতি হিসেবে অনেকটা আগে থেকেই কেনাকাটা শুরু করে দেন মধ্যবিত্তরা। নিম্নবিত্তরা তেমনটা পারেন না। প্রতি বছর পুজোর সময়ে প্রবল সমস্যার সম্মুখীন হন নিম্নবিত্তরা। কারণ চড়া বাজার দর। সেই কথা মাথায় রেখেই এবার পুজোয় দুয়ারে শাড়ি। এমনই একটি উদ্যোগের কথা ঘোষণা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-তপসিলি জাতি শংসাপত্রে জালিয়াতি, বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের সদস্যপদ খারিজ


পুজোয় গরিব মানুষজনব যাতে অল্প পয়সায় শাড়ি কিনতে পারেন তার জন্যই এই উদ্যোগ। মন্ত্রী নিজেও বিক্রি করবেন শাড়ি। কালনার ধাত্রীগ্রামের তাঁতের হাটে ওই কথা ঘোষণা করেন মন্ত্রী।  মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দুয়ারে সরকার, দুয়ারে রেশনের মতো প্রকল্প বিশাল সাফল্য পেয়েছে। বছরভর দুয়ারে সরকারের দিকে তাকিয়ে থাকেন গ্রামের মানুষজন। কারণ সরকারি দফতরে না গিয়েই বহু কাজ হয়ে যায় দুয়ারে সরকারের শিবিরে।


বর্ধমানের পূর্বস্থলীতে যেসব তাঁতি রয়েছে তাদের তৈরি শাড়ি রাজ্যের বিভিন্ন জায়গা, এমনকি রাজ্যের বাইরেও পাড়ি দেয়। অথচ এলাকারই প্রান্তিক মানুষজন বেশি দাম দিয়ে শাড়ি কিনতে পারেন না। বলা যেতে পারে সস্তার শাড়ি তাদের ভাগ্য জোটে না। সেই শাড়ি এবার মিলবে দুশো টাকার মধ্যে। সেই উদ্দেশ্যেই  দুয়ারে শাড়ি উদ্যোগের কথা ঘোষণা করলেন মন্ত্রী। মন্ত্রী জানিয়েছেন, তিনি নিজেও শাড়ি বিক্রি করবেন। স্বপন দেবনাথের ওই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এলাকার তাঁতশিল্পীরা।


স্বপন দেবনাথ বলেন, পুজোর সমেয় বহু মানুষের নতুন শাড়ি কেনার সামর্থ থাকে না। তাই এবার পুজোয় মোড়ে মোড়ে সস্তায় শাড়ি বিক্রির ব্যবস্থা করব। মানুষ সস্তায় তাঁতের শাড়ি পরুক এটা চাইছি। দুয়ারে শাড়ির ক্ষেত্রে ৭০-২০০ টাকার মধ্য়ে শাড়ি থাকবে। কদিন পরেই রাস্তায় নামব। বন্যার সময় মমতাদি তো এমনিতেই তন্তুজকে ৩ লাখ শাড়ি তৈরির অর্ডার দেন। পুজোর সময় মানুষ নতুন কাপড় পরতে চান। তাই এবার আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এটা করতে চাই।
 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)