নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের জনগন হরতাল নামক ভোতা অস্ত্র প্রত্যাখ্যান করেছে। সারা ভারতে কি হবে জানি না। কিন্তু বাংলায় কোনও প্রভাব পড়বে না। রবিবার এমনটাই জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুভেন্দু অধিকারীর আশ্বাস,''ধর্মঘটের দু'দিন পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক থাকবে। বাড়ি থেকে বেরোনোর পর গাড়িও মিলবে''। প্রতিদিন গোটা রাজ্যে ২২৬১টি বাস চলে। ওই দু’দিনের জন্য অতিরিক্ত ৫০০টি বাস নামানো হবে। সব ডিপোতে থাকবে বাড়তি বাস। ট্রাম ও ভেসেল পরিষেবা  ২০-৩০ শতাংশ বাড়ানো হবে।


ধর্মঘটের দিন বাস-গাড়ি ভাঙচুর হলে ২৪ ঘন্টার মধ্যে ঘটনার বিবরণ দিয়ে দায়ের করতে হবে এফআইআর। সেই তথ্য-সহ ৭২ ঘন্টার মধ্যে   WBTIDCL তে জানাতে হবে। তাহলে ক্ষতিপূরণ মিলবে। কসবা এবং পরিবহণ ভবনে থাকবে কন্ট্রোল রুম। জেলায় জেলায় পরিবহণ দফতরের কন্ট্রোল রুম থাকবে। হোয়াটসঅ্যাপ নম্বর 8902017191, যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারেন। শুধু বাস গাড়ি নয়, পরিবহণ কর্মীর ক্ষতিগ্রস্ত হলেও পাবেন আর্থিক সহযোগিতা।


আরও পড়ুন- আধারের মাধ্যমে ভর্তুকি দেওয়ায় রাজকোষে সাশ্রয় ৯০,০০০ কোটি: জেটলি