নিজস্ব প্রতিবেদন: শনিবার ফের হলদিবাড়িগামী ট্রেনে পাথর ছুঁড়ল দুষ্কৃতীরা। মাথায় পাথর লেগে আহত হলেন ২ নিত্যযাত্রী। গত ২৮ ফেব্রুয়ারির পর ফের আজ হামলা। ঘটনার রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ,  হলদিবাড়ি প্যাসেঞ্জার এনজেপি স্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ছেড়ে প্রায় ৪ কিলোমিটার যাওয়ার পর আন্ডারপাস এর কাছে আচমকা এলোপাথাড়ি ভাবে পাথর ছুটে আসে ট্রেনটিকে লক্ষ্য করে। আর এতে ট্রেনের পিছনদিকে থাকা কামরাগুলি আক্রান্ত হয়। সোনা সরকার নামে এক নিত্য‌যাত্রী পাথরের আঘাতে জখম হন। পাথর লাগে আরও একজনের মাথাতেও। জানা গিয়েছে ওই ২ জনই হলদিবাড়ির বাসিন্দা।


আরও পড়ুন-ত্রিপুরায় তৃণমূলের ভরাডুবিতে 'গদ্দার'-কে কাঠগড়ায় তুললেন পার্থ


ট্রেনটিকে বেলাকোবা স্টেশানে দাঁড় করিয়ে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি ছাড়ে। এদিকে, জখম যাত্রীদের নিয়ে ট্রেনটি জলপাইগুড়ি স্টেশনে এলে ক্ষুব্ধ যাত্রীরা জলপাইগুড়ি আর পি এফ কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। এরপর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আর পি এফ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নিত্য যাত্রীরা। গত ৭২ ঘন্টায় একই যায়গায় কেন ফের এই ঘটনা ঘটল এবং ২ দিনে কেন  ৬ জন জখম তা নিয়ে প্রশ্ন তোলেন নিত্য যাত্রীরা।