পর্যটকে টইটুম্বুর দিঘায় ভাঙা হল একের পর এক হোটেল
নিউ দিঘাতে বেআইনিভাবে গড়ে উঠেছিল ওই হোটেল-রেস্তোরাঁগুলি। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে নোটিসও পাঠানো হয়েছিল।
নিজস্ব প্রতিবেদন: বর্ষশেষের আনন্দে মজেছে দিঘা। চলছে বিচ ফেস্টিভ্যাল। প্রচুর লোকের সমাগম সমুদ্রসৈকতে। এরই মধ্যে নিউ দিঘায় চলল উচ্ছেদ অভিযান। সৈকতের ২০টি হোটেল ও রেস্তোরাঁ ভেঙে দিল প্রশাসন।
প্রতিবছরই বর্ষশেষ ভিড় জমে দিঘা সৈকতে। তবে এবার পর্যটকদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। বিচ ফেস্টিভ্যালের নতুন চমক হিসাবে এসেছে স্কুটার পরিষেবাও। অর্থাত্ স্কুটার ভাড়া করে সমুদ্রনগরীতে ঘুরতে পারবেন পর্যটকরা। বছরের এই সময়টিতে চুটিয়ে ব্যবসা করে হোটেল, রেস্তোরাঁগুলি। কিন্তু এরই মধ্যে দিঘার ২০টি হোটেল ও রেস্তোরাঁ ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন।
আরও পড়ুন: দশ বছরে বদলে গেছে গঙ্গাসাগর, আরও পরিবর্তন আগামীতে : মমতা
প্রসঙ্গত, নিউ দিঘাতে বেআইনিভাবে গড়ে উঠেছিল ওই হোটেল-রেস্তোরাঁগুলি। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে নোটিসও পাঠানো হয়েছিল। রুজির টানে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যবসায়ীরা। কিন্তু মঙ্গলবার হাইকোর্ট তাঁদের বিরুদ্ধেই রায় দেয়। এরপর আইনি পথেই বুধবার হোটেল-রেস্তোরাঁগুলি ভেঙে ফেলে প্রশাসন। বুধবার সকালে দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিস প্রশাসনের উপস্থিতিতেই চলে উচ্ছেদ অভিযান।
আরও পড়ুন: সারদা, রোজভ্যালির বিরুদ্ধে কী ব্যবস্থা? ডিজি-কে নোটিস সিবিআইয়ের
এই সময়ে বাড়তি দুটো পয়সা রোজগারের আশায় থাকেন ব্যবসায়ীরা। কিন্তু এই ঘটনায় তাঁরা এখন দিশেহারা।