সারদা, রোজভ্যালির বিরুদ্ধে কী ব্যবস্থা? ডিজি-কে নোটিস সিবিআইয়ের
সূত্রের খবর, নোটিসে সিবিআই জানতে চেয়েছে, চিটফান্ড কাণ্ডে সিআইডি তদন্ত করে কী ব্যবস্থা নিয়েছে? সারদা, রোজভ্যালি, আই কোরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সারদার শতাধিক গুরুত্বপূর্ণ নথি কোথায় গেল? কেন বারবার নোটিস সত্ত্বেও তিনি কোনও উত্তর দেননি ডিজি?
নিজস্ব প্রতিনিধি: বারবার প্রশ্ন করেও জবাব মেলেনি। চিটফান্ড তদন্তের মতো গুরুত্বপূর্ণ মামলায় তাঁর ভূমিকার প্রশ্ন তুলে এবার রাজ্য পুলিসের ডিজি সুরজিত্ কর পুরকায়স্থকে নোটিস পাঠাল সিবিআই। সিবিআইয়ের এই নোটিসে চিটফান্ড তদন্তে নয়া মোড় নিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন: 'ছোট বোন, আদর করে দেব', নাম না করে লকেটকে নিশানা কেষ্টর
সূত্রের খবর, নোটিসে সিবিআই জানতে চেয়েছে, চিটফান্ড কাণ্ডে সিআইডি তদন্ত করে কী ব্যবস্থা নিয়েছে? সারদা, রোজভ্যালি, আই কোরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সারদার শতাধিক গুরুত্বপূর্ণ নথি কোথায় গেল? কেন বারবার নোটিস সত্ত্বেও তিনি কোনও উত্তর দেননি ডিজি?
আরও পড়ুন: 'মীরজাফর' মুকুলের চ্যালেঞ্জ গ্রহণ করলেন বীরভূমের কেষ্ট
নোটিস পাঠিয়ে এবার সুরজিত্ কর পুরকায়স্থের কাছে এসব প্রশ্নেরই জবাব তলব করল সিবিআই। প্রসঙ্গত, রাজ্যের চিটফান্ড কাণ্ডে সিআইডি-র তদন্ত প্রক্রিয়া নিয়ে এর আগেও একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। রাজ্য পুলিসের ডিজির কাছে তদন্ত প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। কিন্তু সিবিআই-এর দাবি, রাজ্য পুলিসের ডিজি সুরজিত্ কর পুরকায়স্থের তরফে কোনও জবাব মেলেনি। এর ফলেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে।