নির্মল পাত্র: সোমবার আলু ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে মেলেনি কোনও সমাধান সূত্র। ফলে আজ মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে কর্মবিরতিতে সামিল আলু ব্যবসায়ীরা। আলু সরবারহ বন্ধ রেখেছেন ২৫ হাজার আলু ব্যবসায়ী। সোমবার রাত থেকেই রাজ্যের অধিকাংশ হিমঘর থেকে আলু বের হচ্ছে না বলে দাবি আলু ব্যবসায়ীদের। পাশাপাশি বন্ধ রয়েছে রাজ্যের সব পাইকারি আলুর বাজার। ফলে আগামী কয়েকদিনেই মধ্যবিত্তের রক্তচাপ বাড়িয়ে দিতে চলেছে আলু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-৪ ডিগ্রিতে নামবে পারদ! শীতের ঝোড়ো ব্যাটিং আর ক'দিনের অপেক্ষা...


ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে জটিলতা না কাটায় লাগাতার কর্মবিরতি শুরু করেছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। এই ধর্মঘটের জেরে আজ সকাল থেকেই খুচরো বাজারে বন্ধ আলু সরবরাহ। তবে আজকেই তার প্রভাব খুচরো বাজারে পড়ার সম্ভাবন কম। কর্মবিরতি চলতে থাকলে আগামিকাল অথবা পরশু থেকেই খোলা বাজারে আলুর আকাল দেখা দিতে পারে বলে আশঙ্কা। বাড়তে পারে দামও।


দফায় দফায় বৈঠকের পরেও ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা না কাটায় সোমবার মধ্যরাত থেকে রাজ্যজুড়ে ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা। এই ধর্মঘটের জেরে আজ নতুন করে কোনো হিমঘর থেকেই আলু নামানো হয়নি। এর ফলে আজ সকাল থেকে খুচরো বাজারে আলু যাওয়া বন্ধ হয়ে গেছে। আজ খুচরো বাজারে তার প্রভাব পড়েনি। খুচরো বাজারে এখনো যে আলু মজুত রয়েছে তা দিয়ে হয়তো আজ  এবং কাল খুচরো বাজারের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তারপরও ধর্মঘট জারি থাকলে খুচরো বাজারেও আলুর আকাল দেখা যাবে বলে আশঙ্কা খুচরো বাজারের ব্যবসায়ীদের। আলুর আকাল দেখা দিলে সেক্ষেত্রে আলুর দাম আরো কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন সাধারণ গৃহস্থেরা।


অন্যদিকে এই ধর্মঘটের সুযোগে  বাড়তে শুরু করেছে আলুর দাম। পাইকারি বাজারে ৫০ কিলো আলুর বস্তা ১০০ থেকে ১৫০টাকা অবধি দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। যার কারণে খোলা বাজারেও ইতিমধ্যে ৩ টাকা করে বেড়েছে আলুর দাম।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)