নিজস্ব প্রতিবেদন : গরম গরম আলুভাজা আট থেকে আশি সবারই ভীষণ প্রিয়। কিন্তু সেই আলুভাজার জন্যই যে এমন মর্মান্তিক কিছু ঘটে যাবে, তা বোধহয় কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। আলুভাজার জন্য আত্মঘাতী হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, কুপ্রস্তাবে 'না', হোয়াটসঅ্যাপে ছড়ানো হল ছাত্রীর ভুয়ো অশালীন ছবি


ডায়মন্ড হারবারের মালঞ্জ গ্রামের বাসিন্দা কিশোরী পল্লবী খামারু। নেতড়া হাইস্কুল থেকে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। এদিন সকালে ঘরের মধ্যে থেকেই পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।


আরও পড়ুন, প্রতিমার স্নেহে শ্মশানের থলে থেকে পরিবার পেল 'অভিমন্যু'


দিন আনি দিন খাই পরিবারের সকালের খাবার বলতে ছিল পান্তা আর সঙ্গে গরম গরম আলুভাজা। জানা গেছে, রবিবার সকালে পান্তার সঙ্গে সেই আলুভাজা খাওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসা হয় পল্লবীর। মেয়েকে বকেন মা। মায়ের বকুনি খেয়ে তারপরই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় পল্লবী।


আরও পড়ুন, হবু বরের সঙ্গে ফোনে কথা বলতে বলতে আত্মঘাতী যুবতি


পরে ঘর থেকে পল্লবীর গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার করে বাড়ির লোক। পুলিস দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।