নিজস্ব প্রতিবেদন: স্বামীর বিরুদ্ধে শারীরিক, মানসিক নির্যাতন! ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে বিয়ের ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ। শেষে দুঃখে অপমানে আত্মঘাতী মেধাবি কলেজ ছাত্রী। নদিয়ার নবদ্বীপের প্রাচীন মায়াপুরের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৈশাখেই শুরু হয়ে ছিল একসঙ্গে পথ চলা। পরিবারের দাবি মৌমিতার স্বপ্ন ভঙ্গ হতে বেশি দিন লাগেনি। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ছাত্রী মৌমিতা সাহা। বাড়ির অমতেই বিয়ে করেন পোড়াঘাটের সঞ্জয় সাহাকে। মৌমিতার পরিবারের অভিযোগ, বিয়ে সুখের হয়নি। কিছু দিনের মধ্যেই বাপের বাড়ি ফিরে আসে মেয়ে। সম্পর্ক ভেঙে গেলেও শেষ হয়নি অপমান।


ঘরছাড়া স্ত্রীকে ফেরাতে গিয়ে স্বামীর রহস্যমৃত্যু


পরিবারের দাবি, চলে আসার পর শ্বশুরবাড়ির আত্মীয়রা মৌমিতাদের বাড়িতে চড়াও হয়। ২৩ অক্টোবর নবদ্বীপ থানার দ্বারস্থ হন মৌমিতা। অভিযোগ  এরপরেই  সব থেকে বড় আঘাত পান মৌমিতা। অভিযোগ,  স্বামী সঞ্জয় ফেক অ্যাকাউন্ট খুলে বিয়ের সব ছবি ছড়িয়ে দেয়। এপ্রিল থেকে চলা টানাপোড়েনের চাপ আর নিতে পারেননি কলেজ পড়ুয়া মেয়েটি। বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।


ঘুমন্ত ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন