নিজস্ব প্রতিবেদন: স্কুলে দুষ্টুমি করায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে দুই শিক্ষকের বেত দিয়ে মার। মারের চোটে ক্লাসেই সংজ্ঞা হারাল ছাত্র। ঘটনাকে ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ির অরবিন্দ মাধ্যমিক স্কুল। স্কুলের তরফেই ওই ছাত্রকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জলপাইগুড়ি অসম মোড় এলাকার বাসিন্দা প্রহ্লাদ বর্মনের দুই ছেলে সুস্থ  শরীরে সোমবারেও স্কুলে যায়। দ্বিতীয় পিরিয়ডের পর ক্লাসে শিক্ষক না আসায় রহিত বর্মন বন্ধুদের সঙ্গে খেলছিলো। এরপর এক বন্ধু  স্কুলের শিক্ষকদের কাছে অভিযোগ করে, রোহিত অশ্লীল কথা বলছে। এরপরই দুই শিক্ষক ক্লাসে ঢুকে রোহিতকে চুলের মুঠি ধরে প্রথমে মারে। পরে বেত দিয়ে মারধর করতে থাকেন বলে অভিযোগ।


এরপর তাকে স্কুলের প্রধান শিক্ষকের ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।


স্কুলের প্রধান শিক্ষক কৌনিশ গুহ জানান,  চিকিত্সকদের নির্দেশে চিকিৎসা চলছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।