নিজস্ব প্রতিবেদন : অশ্লীল ভাষায় গালিগালাজ সঙ্গে মারধর। দ্বাদশ শ্রেণির ছাত্রের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগ উঠল ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার গয়েশপুর নেতাজী বিদ্যামন্দিরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অভিযোগ, গতকাল টিফিন পিরিয়ডের সময় দ্বাদশ শ্রেণির ছাত্র সায়ন দাসকে ডেকে পাঠান অভিযুক্ত শিক্ষক সুদীপ্ত সিংহ। তারপরই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। সঙ্গে চলে বেধড়ক মারধর। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রটি। বাড়ি ফিরে মা- বাবাকে সমস্ত ঘটনার কথা খুলে বলে সে।


আরও পড়ুন, বহুল ব্যবহৃত ৬০০০ টাকার ডিটারজেন্টের সঙ্গে স্কুটার ফ্রি! বিশ্বাস করে ঠকলেন গৃহবধূ


হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রকে। এরপরই থানায় অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। তাকে মিথ্যা অভিযোগে মারধর করা হয়েছে বলে দাবি করেছে ওই ছাত্র। এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হবে।