নিজস্ব প্রতিবেদন : ছাত্র বিক্ষোভে উত্তাল জলপাইগুড়ি কলেজে। টানা ঘেরাওয়ের জেরে অসু্স্থ হয়ে পড়েছেন অধ্যক্ষ অমিতাভ রায়। একদিকে কম্পিউটার বিভাগের প্রধান দীপক কুমার কোলেকে বদলির দাবি, অন্যদিকে হোস্টেল ছেডে় দেওয়া নোটিস, এই দুই ইস্যুকে কেন্দ্র করেই বিক্ষোভ দেখাচ্ছেন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার থেকেই ঘেরাও রয়েছেন অধ্যক্ষ অমিতাভ রায়। পড়ুয়াদের দাবি, কম্পিউটার বিভাগের প্রধান দীপক কুমার কোলেকে অবিলম্বে বদলি করতে হবে। শুক্রবার রাত ২টো পর্যন্ত কলেজের গেট আটকে চলে বিক্ষোভ। অধ্যক্ষের কাছে দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেন পড়ুয়ারা।


আরও পড়ুন, ভাঙা পা নিয়ে ৪ দিন ধরে রাস্তায় পড়ে রইলেন মহিলা, দেখেও দেখল না কেউ!


এমনকি পুলিস কলেজে পৌঁছলে, তাদের ঘিরে ধরেই চলে বিক্ষোভ। পড়ুয়াদের বিক্ষোভে অধ্যক্ষের সঙ্গে আটকে পড়েন অন্য অধ্যাপকরাও। গভীর রাতে অবশ্য বাকি অধ্যাপকদের ছেড়ে দেয় পড়ুয়ারা। কিন্তু অধ্যক্ষকে আটকে রাখেন তাঁরা।


এরপরই শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন অধ্যক্ষ। তাঁর বুকে ব্যথা ওঠে। সঙ্গে শ্বাসকষ্ট জনিত সমস্যাও দেখা দেয়। অধ্যক্ষকে অবিলম্বে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিত্সক।


আরও পড়ুন, টেস্টে ফেল! বাড়ির বকুনির ভয়ে 'দুঃসাহসিক কীর্তি' ধূপগুড়ির ছাত্রীর


অন্যদিকে, এই বিক্ষোভের মধ্যেই দ্বিতীয় বর্ষের ছাত্রদের দ্রুত হস্টেল খালি করার জন্য নোটিস জারি করেছে কর্তৃপক্ষ। যা ঘিরে নতুন করে অশান্তি দেখা দিয়েছে জলপাইগুড়ি কলেজে। নোটিস দেখার পরই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্ররা।


বিক্ষোভের পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ির মহকুমাশাসক রঞ্জন দাস জানিয়েছেন, পড়ুয়াদের স্মারকলিপি শনিবারই উচ্চশিক্ষা দফতরে পাঠানো হবে।