নিজস্ব প্রতিবেদন: দ্বাদশ শ্রেণিতে পড়ার সময়ে ট্যাব কেনার টাকার জন্য আবেদন জমা পড়েছিল। সেই টাকা এখনও হাতে আসেনি। দেড় বছর পর সেই টাকার দাবিতে স্কুলে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। সোমবার ওই বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার জগতবল্লভপুরের একটি স্কুলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-New Delhi: সোমবার রাজধানীতে Suvendu! দিল্লি যাচ্ছেন রাজ্যপাল Dhankhar-ও, বাড়ছে জল্পনা 


এদিন দুপুরে জগতবল্লভপুরের বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালা-র গেটে জড়ো হয় দ্বাদশ শ্রেণি পাস করা পড়ুয়ারা। তাদের দাবি, দেড় বছর আগে তারা ট্যাব কেনার টাকা দেওয়ার আবেদন করেছিল ৪৫ জন পড়ুয়া। কিন্তু সেই টাকা হাতে আসেনি। এর জন্য দায়ি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ পড়ুয়ারা। ভেতরে আটকে পড়েন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা।


স্কুলের গেটে তালা দেওয়াই নয়, সামনের রাস্তায় বেঞ্চ পেতে বসে পড়ে পড়ুয়ারা। প্রায় ঘণ্টাখানেক আমতা রোড অবরুদ্ধ হয়ে পড়ে। খবর যায় জগতবল্লভপুর থানায়। ছুটে আসে পুলিস। তারা বিক্ষুব্ধ পড়ুয়াদের বোঝালে বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা।


আরও পড়ুন-Afghanistan: সরকার গঠন সময়ের অপেক্ষা, পাকিস্তান-চিন-রাশিয়াকে Taliban-এর আমন্ত্রণ


কেন এখনও ট্য়াব কেনার টাকা মেলেনি? স্কুলের প্রধান শিক্ষক নান্দীক মুখোপাধ্যায়, গতবছর ৪৫ জন ছাত্রের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। স্কুলে তাদের নামে চেক আসার কথা থাকলেও তা এখনওপর্যন্ত পৌঁছয়নি। এনিয়ে জেলা শিক্ষা দফতরের সঙ্গে কথা বলা হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)