New Delhi: সোমবার রাজধানীতে Suvendu! দিল্লি যাচ্ছেন রাজ্যপাল Dhankhar-ও, বাড়ছে জল্পনা
বিকেলে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল।
নিজস্ব প্রতিবেদন: সোমবার দিল্লি যাচ্ছেন জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বিকেল ৪টের বিমানে রাজধানীর উদ্দেশ্যে উড়ে যাবেন রাজ্যপাল। তাঁর দিল্লি যাত্রার কারণ নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। তবে সূত্রের খবর, সোমবার দিল্লি যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।
দিনভর ঠাঁসা কর্মসূচি থাকায় সোমবার CID দফতরে যাননি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikeri)। রাজনৈতিক মহলে গুঞ্জন, ভবানীপুর উপনির্বাচন নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikeri)। এমনকী সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও দিল্লিতে কথা বলতে পারেন তিনি। কমিশনের তরফে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার পরেই, তা নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। তিনি প্রশ্ন করেছিলেন, 'নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে দেশের মধ্যে কেন শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হল।' এই বিষয়ে আইনের সাহায্যে নেওয়ার ইঙ্গিত দেন তিনি।
আরও পড়ুন: Kolkata: 'এখনই CID-র সমনের উত্তর দেওয়ার প্রয়োজন নেই' Suvendu-কে জানাল হাইকোর্ট
আরও পড়ুন: WB By-Poll: সোমবারই দিল্লিতে Suvendu! জল্পনা তুঙ্গে
এদিনই কয়লা পাচার-কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) হাজিরা দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল ১০.৫৫ নাগাদ ইডি-র জামনগরের দফতরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, "যেকোনও ধরনের তদন্তের মুখোমুখি হতে তৈরি। তদন্তকারী সংস্থা নিজের কাজ করছে। দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি ওনাদের সাহায্য করছি।"