লকডাউনে আটকে পড়া পড়ুয়াদের এবার ক্যাম্পাস ছাড়তে হবে, নোটিস খড়্গপুর IIT-র
লকডাউনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক পড়ুয়াদের ক্যাম্পাস খালি করতে বলে। তবে খড়্গপুরে থেকে যান এক-তৃতীয়াংশ পড়ুয়া।
নিজস্ব প্রতিবেদন: ক্যাম্পাসে থেকে যাওয়া ছাত্রছাত্রীদের এবার ক্যাম্পাস ছাড়তে বলল খড়্গপুর আইআইটি। লকডাউনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক পড়ুয়াদের ক্যাম্পাস খালি করতে বলে। তবে খড়্গপুরে থেকে যান এক-তৃতীয়াংশ পড়ুয়া।
আরও পড়ুন: রাজ্যে শীঘ্রই চালু হতে পারে লোকাল ট্রেন এবং মেট্রো, ইঙ্গিত রেলের
১৯ জুনের মধ্যে ওই পড়ুয়াদের ক্যাম্পাস খালি করে দিতে হবে। নোটিস জারি করেছে খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। মেস চালু থাকায় এতদিন ছুটি পাননি মেসকর্মীরা। রেজিস্ট্রার বলেন, জেলখানার মতো তাঁদের সময় কেটেছে। পরিবারের লোকেরা দূর থেকে দেখে গেছেন। এবার তাঁদের ছুটি দেওয়া দরকার। পরের পঠনচক্র বা সেমেস্টার কবে চালু হবে, তা জানাতে পারেননি খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বাঁকুড়ায় ফের বড়সড় ভাঙন বিজেপি-সিপিআইএমে, ঘর ভরল তৃণমূলের