উপাচার্যের সঙ্গে দফায় দফায় বৈঠকেই মিলল সমাধান সূত্র, বিশ্বভারতী থেকে উঠল ছাত্র বিক্ষোভ
ওয়েব ডেস্ক: উঠে গেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ। সমস্যা মিটল উপাচার্য-ছাত্রছাত্রীদের মধ্যে বৈঠকে। ছাত্রদের দাবি যথাসম্ভব মানা হবে বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য স্বপন দত্ত। আজ ছাত্রদের সঙ্গে ফের বৈঠকে বসবেন উপাচার্য। হস্টেলের দাবিতে মঙ্গলবার বেলা ১২টা থেকে ঘেরাও কর্মসূচি শুরু করেন শারীরশিক্ষা বিভাগের পড়ুয়ারা। ঘেরাও হন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারও। ছাত্রদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, লিখিত আকারে হোস্টেল নির্মাণের প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত ঘেরাও চলবে বলে জানিয়ে দেন ছাত্ররা। ছাত্রদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই উঠে যায় ছাত্র বিক্ষোভ।