নিজস্ব প্রতিবেদন: জল বেড়েছে নদীতে। ভাঙা সেতুর উপর দিয়ে বইছে নদীর জল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মালবাজার (Malbazar) মহকুমার নাগরাকাটা ব্লকের সুখানি নদীর জল বেড়ে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে মনমোহন ধুরা যাওয়া পথে সেতুর উপর দিয়ে বইছে সুখানি নদীর জল। যদিও সেতুটি দুই বছর আগেই সুখানি নদীর জলোচ্ছ্বাসেই ভেঙে গিয়েছিল। 


ওই ভাঙা সেতুর উপর দিয়ে মনমোহন ধুরার মানুষ যাতায়াত করে আসছেন। সোমবার সকাল থেকে ওই সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় মনমোহন ধুরা গ্রামের সঙ্গে নাগরাকাটা (Nagrakata) বাজার ও ব্লক অফিসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে বিপাকে পড়ে প্রায় কয়েকশো পরিবার। 


প্রশাসনের (State Govt) পক্ষ থেকে ঘুরপথে গিয়ে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, জল না কমা পর্যন্ত যাতায়াত অসম্ভব। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)