নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় প্রস্তুত রাজ্য। বাংলার সাগরদ্বীপে বুধবার সন্ধ্যায় আমফান আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস পেয়েই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মন্টুরাম পাখিরা।
ইতিমধ্যেই সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং করা হচ্ছে। এলাকাবাসীদের সচেতন করা হচ্ছে, বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে।


সোদপুরে বিজেপি নেতা, কর্মীকে লক্ষ্য করে গুলি, বোমাবাজির অভিযোগ
 আমফান অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে মূলত আছড়ে পড়বে সাগরদ্বীপে। এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা
২০ তারিখ অর্থাত্ বুধবার বিকালে সাগরদ্বীপের ওপর আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। সেসময় তার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের হাতিয়ারও।
ইতিমধ্যেই NDRF এর দুটি দল বাংলা চলে এসেছে। একটি দল সাগরদ্বীপে ও অপরটি কাকদ্বীপের ওপর নজর রাখছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসনও।