নিজস্ব প্রতিনিধি:  নগ্ন ছবিতে সুপার ইম্পোজ করে লাগিয়ে দেওয়া হচ্ছে স্কুল-কলেজ ছাত্রীর মুখ। তারপর তা ভাইরাল করে দেওয়া হচ্ছে ইন্টারনেটে। বাদ যাচ্ছেন না গৃহবধূরাও। হাওড়ার জগাছায় এখন এই  আতঙ্কে ভুগছেন মহিলারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেউ স্কুলছাত্রী, কেউবা স্কুলের গণ্ডি পেরিয়ে সবে কলেজে পা রেখেছে, আবার কেউ নিতান্তই গৃহবধূ। আচমকাই তাঁরা জানতে পারছেন, ইন্টারনেটে তাঁদের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। তাও যে সে ছবি নয়, কোনও নগ্ন ছবিতে এডিট করে তাঁদের মুখ বসিয়ে দেওয়া হয়েছে।


গত কয়েকদিনের মধ্যে একাধিক মহিলা এই অপরাধের শিকার। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন ২০ জন। প্রত্যেকেরই ছবি এইভাবে ইন্টারনেট ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ। তবে এখনও পর্যন্ত ঘটনার কিনারা করতে পারেনি পুলিস। স্পষ্টই বোঝা যাচ্ছে, এটি ফটো এডিটিংয়ের কারসাজি, কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্তে নেমেছে সাইবার ক্রাইম শাখা। এখন আতঙ্কে জগাছার মহিলারা। ফেসবুক ও অন্যান্য সোশ্যাল সাইট থেকে ছবি সরিয়ে নিচ্ছেন তাঁরা।