জঙ্গলমহল থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার ৪
গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে মাকলি গ্রামে অভিযান চালায় জেলা পুলিসের বিশেষ দল।
নিজস্ব প্রতিবেদন: জঙ্গলমহলে ফের মাওবাদী সন্দেহে গ্রেফতার। গোয়ালতোড়ের মাকলি থেকে দুই ছাত্র সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের কাছ থেকে মাও নেতা আকাশের নামের লিফলেট ও পুস্তিকা উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: নাম না করে অনুব্রতকে ‘কুকুর’ বললেন দিলীপ, পাল্টা আক্রমণে কেষ্টও
ফের মাথাচাড়া দিচ্ছে মাওবাদীরা। জঙ্গলমহলে হারানো জমি ফেরানোর মরিয়া চেষ্টা শুরু হয়েছে।বেশকিছুদিন ধরেই সতর্ক করছিলেন গোয়েন্দারা। আশঙ্কা সত্যি হল। গোয়ালতোড় থেকে পুলিসের জালে ধরা পড়ল চার সন্দেহভাজন মাওবাদী।
সব্যসাচী গোস্বামী, সঞ্জীব মজুদার,অর্কদেব গোস্বামী ও টিপু সুলতান ওরফে স্বপন। গোয়ালোড়ের কাঞ্জিমাকলি মাঠের কাছে জড়ো হন চারজন। গোপনসূত্র খবর পায় পুলিস। নিঃশব্দে ঘিরে ফেলা হয় জঙ্গল। ধরা পড়ে চার সন্দেহভাজন।
আরও পড়ুন- বীরভূমে ফের তৃণমূল নেতার দাদাগিরি, ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ পুলিসেরই!
একনজরে দেখুন
সব্যসাচী ও সঞ্জীবের বাড়ি উত্তর ২৪ পরগনায়
অর্কদেবের বাড়ি বেহালা পর্ণশ্রীতে
টিপু সুলতান ওরফে স্বপন বীরভূমের বাসিন্দা
ধৃতদের কাছ থেকে মাওবাদীদের রাজ্য সম্পাদক আকাশের নাম করা একাধিক লিফলেট ও পুস্তিকা মিলেছে
ধৃতদের বিরুদ্ধে বেশেকিছুদিন ধরেই মাওবাদী কার্যলাপের অভিযোগ উঠছে
পুলিস সুপারের দাবি, স্থানীয় বাসিন্দাদের নিয়ে রাতে গোপনে বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়। যদিএ ধৃতরা তা মানতে নারাজ। চারজনের বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু হয়েছে। গড়বেতা আদালত ধৃতদের ৯দিনের পুলিস হেফজাতের নির্দেশ দেয়।