মৌমিতা চক্রবর্তী:  '৫৮ হাজার চাকরি জালিয়াতি করেছে শাসকদল'। নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, '১৮ থেকে ২৯ হাজারের ভুয়ো চাকরি,  আগামী কয়েক সপ্তাহের মধ্যে যাওয়া উচিত'। সঙ্গে হুঁশিয়ারি, 'ঘুষের টাকা ফেরতের দাবিতে চাকরিহারাদের নিয়ে আন্দোলনে নামবে বিজেপি'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাথমিকে যেদিন ফের চাকরি বাতিলের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, সেদিনই রানাঘাটে সভা করলেন শুভেন্দু অধিকারী। কেন? প্রায় এক সপ্তাহ আগেই রানাঘাটে সভা করেছেন অভিষেক। এদিন শুভেন্দু বলেন, 'প্রাইমারিতে যাঁরা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিয়েছিল। কলকাতা হাইকোর্টে ৫৩ জনের শুনানি হয়েছে। ৫৩ জনেরই চাকরি গিয়েছে। দরজা তো খুলে গিয়েছে,  উদ্বোধন তো হয়ে গিয়েছে'। 


আরও পড়ুন: Nandigram Clash: সমবায় নির্বাচনে ভোট লুঠ? নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মাথা ফাটল ভোটারের!


এর আগে, ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগের বেনিয়মের অভিযোগ মামলা হয়েছিল হাইকোর্ট। মামলাকারীদের দাবি, ২০১৪ সালে টেটের মেধাতালিকা প্রকাশ করা হয় ২০১৬-তে। এরপর ২০১৭ সালে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকাতেই নাকি বিস্তর গড়মিল! বস্তুত, সেই মামলায় প্রাথমিক শিক্ষক পদে ২৬৯ জনে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরিহারারা। চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।


এদিন ফের মামলাটির শুনানি হল হাইকোর্টে। এবার ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে এক চাকরিপ্রার্থীকে ১০ হাজার জরিমানা। এদিন রানাঘাটে শুভেন্দু বলেন, 'কিছুদিনের মধ্যে সংখ্যাটা বিশ-পঁচিশ হাজারে পৌঁছে যাবে। আমরা এঁদেরকে জড়ো করব কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে। বলব, টাকা ফেরতের দাবিতে কালীঘাটের দিকে চল। ঘুষের টাকা ফেরত চাই. ফেরত দাও'।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)