কিরণ মান্না: নন্দীগ্রামে মন কি বাত অনুষ্ঠানে এসে ফের রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুভেন্দু অধিকারী বলেন, ‘লেডি কিমের রাজত্বে আছি এত প্রতিহিংসা পরায়ণ মমতা ব্যানার্জি ও তার ভাইপো নিষ্ঠুর এরা। আমি রাজেশ মাহাতোকে বলব প্রতিহিংসার যে অর্ডার আপনাকে ধরিয়েছে আপনি আইনি লড়াই করুন নিজে পারলে করুন যদি বিরোধী দলনেতার সাহায্য দরকার হয় আমি করব’।


তিনি আরও বলেন, ‘বিরোধী দলনেতা মানে রাজ্য সরকার শাসক দল কর্তৃক আক্রান্ত যে কোন লোকের বিরোধী দলনেতা আমি। কিন্তু মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি একটা নির্দিষ্ট ভোট ব্যাংকের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছেন’।


আরও পড়ুন: Vande Bharat: বাংলা পেতে চলেছে তার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস...


শুভেন্দু অধিকারী বলেন, ‘এই ক্ষেত্রে বিশিষ্ট শিক্ষক প্রতিবাদী কন্ঠস্বর তার সামাজিক আন্দোলন নিয়ে আমার কোনও বক্তব্য নেই। এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি। এক দিকে জনজাতিদের উস্কে দিচ্ছেন, অন্যদিকে কুড়মিদের উসকে দিচ্ছেন। আর কিছু তার মাথায় আছে সনাতনিদের বিভাজন করা। আমাদের মধ্যে ভাগ বন্টন করে ৩০ শতাংশদের সংরক্ষণ রেখে মমতা ব্যানার্জি নিজে টিকে থাকার কায়দা’।


আরও পড়ুন: Malda: মোবাইল গেম খেলা নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া, মর্মান্তিক পরিণতি সপ্তম শ্রেণীর ছাত্রীর...


তিনি বলেন, ‘এই নন্দীগ্রামের মত গ্রামীণ এলাকায় পুলিস কুড়ি হাজার টাকা করে নিয়ে কম্পিউটার লটারি চালাচ্ছে। যুবক পুরুষদের শেষ করে দিল। কোনও কর্মসংস্থান আর নেই। এত চোর এরা এগরার ঘটনায় ক্ষমা চাইতে গেছেন কেন! আপনার পুলিসই তো পঞ্চাশ হাজার টাকা করে নিতো। আপনার পুলিস সুপার অমরনাথ কে তো জানতেন’।


কুড়মি নেতার গ্রেফতার প্রসঙ্গে তিনি বললেন, ‘গ্রেফতার যে অভিযোগে করেছে আইনি লড়াই তার পরিবার সংগঠন করবে এটা নিয়ে আমার কোনও বক্তব্য নেই, তবে তদন্ত সাপেক্ষ’।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)