নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার খেজুরডাঙার সভা থেকে এদিন ফের তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তীব্র আক্রমণে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুভেন্দু অধিকারী এদিন বলেন-


* শুভেন্দু অধিকারী চেনা লোক। ২০১৮-তে আমি ক্রেডিট নিতে আসিনি। আমি পুরসভাগুলোর দায়িত্ব বেছে নিয়েছিলাম। 
*  তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড উঠে গিয়েছিল। দরজা খোলার লোক পাওয়া যেত না। তোলাবাজ ভাইপোকে কেউ দেখতে পায়নি। তখন আমি পার্টি অফিস খুলে বসতে বলেছিলাম।
*  ভারতের সবচেয়ে সুবিধাবাদী দল তৃণমূল। আর সুবিধাবদী নেত্রী তাদের দলনেত্রী।
*  চাষীরা আলুর দাম পায়নি। 
* মিলকল মালিকদের সাথে যোগসাজশ করে কৃষকদের সর্বনাশ করা হয়েছে।
* শ্বেতপত্র প্রকাশ করে বলুন কত স্থায়ীপদ তুলে দিয়েছেন?
* স্বাস্থ্যসাথী নামে 'ঢপের চপ' চলছে!
* ভোটের সময় কেনও নার্সিংহোমের সাথে মিটিং করে বলছে, তিন মাস পার করে দাও? 
* এটা তো কোম্পানি, আমি কর্মচারী থাকতে পারবো না।
* তোলাবাজ বলেছি বলে গায়ে লেগে গিয়েছে! 
* টিকা চোর, এবার কিডনি চুরি করবে। 
* ঢপবাজ, ফ্রড! ঢপের চপ পথশ্রী! 
* ভোটে আসবে, হাঁটব। কেউ রুখতে পারবে না।
* বামপন্থী বন্ধুদের বলি, লাল ঝান্ডায় মিটিংয়ে যান, কিন্তু ভোটটা পদ্ম ফুলে দেবেন।