নিজস্ব প্রতিবেদন: অমিত শাহ আমার বড় ভাই, আমার দাদা। কোভিড আক্রান্ত হয়েছিলাম, তখন দু'বার খোঁজ নিয়েছেন। মেদিনীপুর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে (BJP) যোগ দিয়ে বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরে বলতে উঠে, শুভেন্দুকে 'ভাই' বলে সম্বোধন করলেন শাহ (Amit Shah)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 এ দিন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাতে পদ্মপতাকা তুলে দেন অমিত শাহ (Amit Shah)। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন শিশিরপুত্র। এরপর শুভেন্দু বলতে শুরু করেন,'আজকে পৃথিবীর সবচেয়ে বড় পার্টিতে যোগ দিলাম। জাতীয়তাবাদ, বহুত্ববাদ, দেশপ্রেমে বিশ্বাস করে এই দল। 'বসুধৈব কুটুম্বকম', 'সর্বজন হিতায় সর্বজন সুখায়' আদর্শ মেনে চলে।' 


শাহের সঙ্গে তাঁর অতীত-সাক্ষাতের কথাও উল্লেখ করেন শুভেন্দু। বলেন,'আমার বড় ভাই, আমার দাদা দেশের গৌরব স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯ সালে নির্বাচনে জেতার পর যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যা প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করেছেন। ২০১৪ সালে নির্বাচনে দলকে উত্তরপ্রদেশে বিশাল জয় পাইয়ে দিয়েছিলেন। অশোক রোডে পুরনো পার্টি অফিসের ছোট্ট ঘরে দর্শন দেন তিনি। সুযোগ করে দিয়েছিলেন তৎকালীন রাজ্যের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিং। ভাইয়ের মতো ভালবাসেন আমায়। কোভিডে আক্রান্ত হয়েছিলাম। ২১ বছর যাদের জন্য করেছি, তারা খোঁজ নেয়নি। অমিতজি দু'বার খোঁজ নিয়েছেন। কোটি কোটি প্রণাম তাঁকে।'


মুকুল রায় তাঁকে বিজেপিতে যোগদানে উৎসাহিত করেছেন বলেও মন্তব্য করেন শুভেন্দু। তাঁর কথায়,'আমায় মুকুল রায় বলেছিলেন, আত্মসম্মানবোধ থাকলে তৃণমূলে থাকবি না। তুই বিজেপিতে চলে আয়। তাঁর কথা রাখতে পেরেছি।'


আরও পড়ুন- 'পরম সৌভাগ্যের দিন, স্বামীজির দর্শন মেনেই আমরা পথ চলি', বিবেকানন্দের বাড়ি ঘুরে বললেন Amit Shah