নিজস্ব প্রতিবেদন: হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পদ্ম ফোটানোর কথা শোনা গিয়েছিল আগেই। সোমবার কাঁথিতে দিনক্ষণ বলে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন,'মাননীয় তোলাবাজ ভাইপো আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে। ১৬ ফেব্রুয়ারির পরে আমি আপনার বাড়িতে পদ্ম ফোটাব।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অধিকারী তনয় বিজেপিতে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কটাক্ষ করেছিলেন, শুভেন্দুর পরিবারের লোক তো এখনও তৃণমূলে। তার জবাব দিয়েছিলেন শিশিরপুত্র। বলেছিলেন, 'এখনও তো বাসন্তী পুজোটা আসেনি, রামনবমী আসেনি। রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব।' তারপর ছোট ভাই সৌম্যেন্দু যোগ দেন বিজেপিতে। জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে শিশির অধিকারীকে। তাঁরাও কি দলবদল করবেন? সেই ইঙ্গিত এ দিন দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তমলুকের সভায় ভাষণের একেবারে শেষভাগে শুভেন্দু (Suvendu Adhikari) বলেছেন,'মাননীয় তোলাবাজ ভাইপো আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে। ২৪ এপ্রিল রাম নবমীর আগে বাকি সব পদ্ম ফুটে যাবে। আর ১৬ ফেব্রুয়ারির পরে আমি আপনার বাড়িতে পদ্ম ফোটাব।' 


বন্দ্যোপাধ্যায় পরিবারে কি কেউ বিজেপিতে নাম লেখাতে চলেছেন? দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন,'মুখে দেশের-দশের কথা বলব। আর সুযোগ-সুবিধা দেব নিজের পরিবারকে। এটাই এখন ভারতীয় রাজনীতি।' তাহলে কি তিনি বিজেপিতে? তার জবাবে খানিকটা ঘুরিয়েই কার্তিক জানান, 'আগামীদিনে কি হবে, সেটা কেউ বলতে পারে না। কালকে কী করব? আমি নিজেও জানি না।' এই মন্তব্যই উস্কে দিয়েছে জল্পনা। কেন হঠাৎ করে ভিন্নসুর কার্তিক বন্দ্যোপাধ্যায়ের? শুভেন্দুর মন্তব্য ধরে তাই দুইয়ে-দুইয়ে চার করছে রাজনৈতিক মহলের একাংশ। 


আরও পড়ুন- সমঝোতার হাত বাড়াল CPM, Left-Congress-র সঙ্গে 'সেক্যুলার' আব্বাস সিদ্দিকি?