নিজস্ব প্রতিবেদন : পুরুলিয়ার কাশীপুর মোড়ের পথসভা থেকে এদিন ফের সোনার বাংলা গড়ার ডাক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর নৈহাটির সভা থেকে শুভেন্দুর দাবিকে পাল্টা কটাক্ষে বিঁধলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন পুরুলিয়ার সভায় শুভেন্দু বলেন, "আগামী বিধানসভা নির্বাচনে পুরুলিয়া ৯-০ হবে। এখানে বিজেপি আসছে, বিজেপি আসবে। মোদিজীর হাতে বাংলাকে তুলে দিতে হবে। বিধানসভা ভোটে তুলে দিতে হবে। আমরা সোনার বাংলা গড়ব। লালমাটির দিলীপ ঘোষ আর জঙ্গলমহলের শুভেন্দু হাত মিলিয়েছি। আমরা জিতব। ভোটে পোলিং এজেন্ট দেওয়ারও লোক পাবে না তৃণমূল।" 


কটাক্ষ করেন, "তৃণমূল এখন কোম্পানিতে পরিণত হয়েছে। ১৮ তারিখ তৃণমূলের মালকিন আসছেন। হয়তো মিথ্যাশ্রী-কুত্সাশ্রী দেবেন!" প্রসঙ্গত, ১৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জনসভা করবেন পুরুলিয়ায়। তার আগেই আজ পুরুলিয়ায় রোড শো ও জনসভায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ডাক দিলেন বিজেপিকে (BJP) ক্ষমতায় এনে সোনার বাংলা গড়ার। একদিকে শুভেন্দু পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে যখন এই দাবি করছেন, তখন উত্তর ২৪ পরগনার নৈহাটির সভা থেকে সুজিতের (Sujit Bosu) পাল্টা কটাক্ষ, "সোনার বাংলা গড়বে বলছে? সোনার উত্তরপ্রদেশ গড়ুক। সোনার হাথরস গড়বে! বিজেপি শাসিত অঞ্চলে মেয়েদের উপর অত্যাচার হয়।" 


তৃণমূল (TMC) সরকারের আমলে পুরুলিয়ার মানুষ বঞ্চিত বলেও এদিন তোপ দাগেন শুভেন্দু। বলেন, "এখন তো বলছে কিসান নিধি প্রকল্প চালু করব! এখন যমের দুয়ারে সরকার! কেউ কি আদৌ স্বাস্থ্যসাথী কার্ডে চিকিতসা পেয়েছেন?" প্রশ্ন ছোঁড়েন তিনি। তবে ভোটের পর অবস্থা বদলাবে বলেও জানান শুভেন্দু। বলেন, "বিজেপি এলে ভোটের পর আয়ুষ্মান ভারত চালু হবে। আয়ুষ্মান ভারত নিয়ে মুম্বইয়ের টাটা মেডিক্যালে চিকিতসার সুযোগ পাবেন।" কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার হলে বাংলার বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে বলেও এদিনের সভায় আশ্বাসবাণী দিতে শোনা যায় শুভেন্দুকে।


আরও পড়ুন, 'একুশের নির্বাচনের প্রচারে লোক পাবে না তৃণমূল', Purulia-এ বিস্ফোরক Suvendu